কিকি সেবা প্রদান করা হয়
১। গবাদি প্রাণি ও হাস-মুরগীর সংক্রামক রোগ প্রতিরোধ এর জন্য গবাদী প্রাণি ও হাস-মুরগীর টিকা প্রদান ।
২। অসুস্থ গবাদি প্রাণি ও হাস-মুরগীর চিকিৎসা সেবা প্রদান ।
৩। টিকাবীজ সরবরাহ এবং সরকারী মূল্যে বিক্রয় ।
৪। প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে কৃষক প্রশিক্ষন এবং গবাদী প্রাণি ও হাস-মুরগী পালনে জনসাধারনকে প্রশিক্ষনপ্রদান ।
৫। গবাদী প্রাণি ও হাস-মুরগীর রোগাক্রান্ত এলাকা চিনহিত করণ, পরিদশন, নমুনা সংগ্রহ ও রোগ নির্নয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
৬। উন্নত জাতের ঘাস চাষে জনগনকে উদ্ভুদ্ধ করণ ।
৭। কৃতিম প্রজনন এর মাধ্যমে গবাদী প্রাণির জাত উন্নয়ণ ।
৮। রোগাক্রান্ত এলাকা চিনহিত করণ ও টিকা প্রদানের ব্যাবস্থা গ্রহন ।
৯। ব্যাক্তি মালিকানাধীন গবাদী প্রাণি ও হাস-মুরগীর খামার স্থাপনে জনগনকে উদ্ভুদ্ধ করণ এবং রেজিষ্ট্রেশনের ব্যাবস্থা গ্রহন ।
১০। প্রাকৃতিক দূযোগ চলাকালীন সময়ে স্থানীয় প্রশাসন জন প্রতিনিধি ও বে-সরকারী সেবামুলক প্রতিষ্টানের সহযোগীতায় গবাদী প্রাণি ও হাস-মুরগীর জরূরী চিকিৎসা, টিকা প্রদান ও ত্রাণ বিতরণ ।
১১। উন্নত জাতের গবাদি প্রাণি ও হাস-মুরগীর খামারিদেরকে অনুদান প্রদান ।
১২। ক্ষুদ্র ঋণ বিতরণের নিমিত্তে সূফলভোগী নির্বাচন ঋণ বিতরণ ও ঋণ আদায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস